দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উপশহর প্রকল্পের জন্য অধিগ্রহণ করা প্রায় ১২ একর জমি ৪৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘ এই সময়ে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় জমি চলে যাচ্ছে অবৈধ দখলদারদের কবলে। তবে দীর্ঘ ৪৫ পর এই জমি নিয়ে নতুন করে চিঠি চালাচালি শুরু হয়েছে। জেলা শহর ছাড়াও উপজেলা শহরগুলোতে চাপ বাড়ছে। তৈরি হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। এই অবস্থা থেকে উত্তরণে ও পরিকল্পিত নগরায়নের কথা চিন্তা করে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জন্য ‘উপশহর প্রকল্প’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় ১৯৭৯-৮০ অর্থবছরে ফুলবাড়ী পৌর শহরের থানার উত্তর দিকে কানাহার মৌজার ১০ দশমিক ৯৪ একর ও গৌরীপাড়া মৌজার শূন্য দশমিক ৮৫ একরসহ মোট ১১ দশমিক ৭৯ একর জমি অধিগ্রহণ করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। জমির মালিকদের ক্ষতিপূরণ বাবদ পরিশোধ করা হয় পাঁচ...