টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সাদা বলের সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শারজায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। সদ্যই শেষ হয়েছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আবুধাবিতে রশিদ খানদের ৮ রানে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আজও অনেকটা একই একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। শেষ দেখায় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। তবে ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় নেতৃত্ব দেবেন জাকের আলী। তাই লিটনের জায়গায় টপ অর্ডারে জায়গা পাবেন নতুন কেউ। এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছিলেন তানজিদ তামিম। তবে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ফিফটি...