দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নে এক শারীরিক প্রতিবন্ধীর বসতঘরে গভীর রাতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতির কথা জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় দুমকি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শাহজালাল (২৭) লেবুখালীর পূর্ব কার্তিকপাশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের সঙ্গে বসবাস করলেও কিছুদিন আগে রাস্তার পাশে একটি নতুন ঘর নির্মাণ করেন। শাহজালালের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে বারেকের নেতৃত্বে একদল লোক তার নতুন বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ঘরের বেড়া, আসবাবপত্র, চাল, মরিচ, হলুদসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রায় ৪০-৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে তিনি দাবি করেন। শাহজালাল বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ। অনেক কষ্ট করে নতুন ঘর তুলেছি।...