এর অর্থ, আপনি চ্যাটবটে কোনও পণ্যের খোঁজ করার পর, সেই চ্যাট উইন্ডো না ছেড়েই সরাসরি কেনাকাটা শেষ করতে পারবেন। মুহূর্তের মধ্যে আপনি ঠিক যা কিনতে চাইছেন সেটাই আপনার সামনে এসে উপস্থিত হবে ও আপনি কোনও সমস্যা ছাড়াই কিনে ফেলতে পারবেন সেই পণ্য। এই পুরো প্রক্রিয়ার পিছনে রয়েছে Agentic Commerce Protocol বা ACP, যা Stripe-এর সহযোগিতায় তৈরি করা হয়েছে। ACP এই লেনদেন প্রক্রিয়াকে দ্রুত, নিরাপদ ও গ্রাহক-বান্ধব করছে। ওপেন-সোর্স হওয়ায় আরও বহু খুচরো বিক্রেতা এই ধরনের Conversational Commerce-এ যোগ দিতে পারবে। গ্রাহকদের জন্য এই নতুন ব্যবস্থা কোনও পণ্য খোঁজা ও তা কেনার মধ্যের দূরত্ব কমিয়ে আনবে। অন্যদিকে, বিক্রেতারা ঠিক সেই মুহূর্তে গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন,...