পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘হামাস-সুমুদ প্ররোচনামূলক কোনো নৌযান সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনসংগত নৌ অবরোধ ভাঙার প্রচেষ্টায় সফল হয়নি।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘এই প্ররোচনার সর্বশেষ একটি নৌযান দূরত্বে অবস্থান করছে। সেটি এগিয়ে এলে তারও সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার প্রচেষ্টা প্রতিহত করা হবে। ইসরায়েলি বাহিনী বুধবার ৪০টিরও বেশি বেসামরিক নৌযানের বহর আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ফ্লোটিলার প্রথম বহরটি গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরো নৌযান যুক্ত হয়। এ ছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও...