‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে রক্ত আদান-প্রদানের তথ্যসমৃদ্ধ ওয়েবপেজ ‘রক্তস্পন্দন’-এর যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে রাজধানীর কাঁটাবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ওয়েবপেজের যাত্রা শুরু হয়।পেজটি স্ক্যান করার মধ্য দিয়ে উদ্বোধন করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির যুগ্ম সদস্য সচিব, ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।এই মহতী উদ্যোগের পেছনে আরও ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহদপ্তর সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা ছাত্রদলের সাবেক কার্যকরী সদস্য ডা. মো. মেহরাব হোসেন অনি।নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে শঙ্কা বাড়ছে : ফারুকবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত...