০২ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্টিল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বালু ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট করার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা ওই প্রতিষ্ঠানের কর্মচারীসহ ৫জনকে পিটিয়ে আহত করে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যার পর ওই এলাকার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিসমিল্লাহ ট্রেডার্সের অফিস ভাংচুর, মালামাল ও ক্যাশ থেকে ২০লাখ টাকা লুট করে নিয়ে যায়। আহতরা হলো, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ মাহিদুল ইসলাম সিয়াম, অফিস সহকারি আবু ছায়েদ, এক্সেভেটর চালক মোঃ ইউছুফ, কর্মচারী ছায়েদল হক হৃদয় ও আইয়ুব আলী সোহাগ। আহতদেরকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় কবিরহাট থানায় বুধবার রাতেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ...