০২ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম এ মাসে বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে জার্মানীর কোচ জুলিয়ান নাগলেসম্যান ২৪ সদস্যের দলে ছয়টি পরিবর্তন এনেছেন। এবারের দলে স্ট্রাইকার নিকলাস ফুয়েলক্রুগকে বাদ দিয়ে তিনি ডেকেছেন সেন্টার-ব্যাক নিকো শ্লোটারবেককে। গত মাসে আন্তর্জাতিক ম্যাচে মোটেই ভাল করেনি জার্মানী। হাঁটুর ইনজুরির কারণে ছয়মাস বরুসিয়া ডর্টমুন্ডের দল থেকে বাইরে ছিলেন শ্লোটারবেক। নাগলেসম্যান জানিয়েছেন এই সেন্টার-ব্যাকের অবশ্যই জাতীয় দলে খেলার যোগ্যতা আছে। এইনট্র্যাখ ফ্র্যাংকফুর্টের ডিফেন্ডার ন্যাথানিয়েল ব্রাউন প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন। এদিকে ফরোয়ার্ড জোনাথন বুরকার্ডট ও মিডফিল্ডার আলেক্সান্দার পাভলোভিচ ও ফেলিক্স এমনেখার সাথে দলে ফিরেছেন রাইট-ব্যাক রিডল বাকু। জার্মানীর প্রথম পছন্দের সেন্টার-ব্যাক এন্টোনিও রুডিগার ইনজুরিতে রয়েছেন। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে ধুকতে থাকা ওয়েস্ট হ্যামের হয়ে ফুয়েলক্রুগ এখনো পর্যন্ত কোন গোল বা...