বিপদ বুঝে বদিউল আলম ও তার ছেলে ইমাম হোসেন অটোরিকশাকে রেললাইন থেকে সরানোর চেষ্টা করেন। ঠিক তখনই দ্রুতগতিতে ছুটে আসা ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেন অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভেতরে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এবং বাবা ও ছেলে গুরুতর আহত হন। ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যান।দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।এলাকাবাসী তাদেরকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চমেকে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মাকসুদা বেগম ও তার মেয়ে চুমকি মারা যান। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বদিউল আলম ও ছেলে ইমাম হোসেন।সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ ছিদ্দিক বলেন, ট্রেনের ধাক্কায় চারজনই গুরুতর আহত হন। তাদের মধ্যে চমেকে চিকিৎসাধীন মা-মেয়ে মারা গেছেন।এ...