ওপেনএআইয়ের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ৫০ হাজার কোটি ডলার। সম্প্রতি বর্তমান ও সাবেক কর্মীরা ছয়শ ৬০ কোটি ডলারের শেয়ার বিক্রির পর এই মূল্যায়ন নির্ধারিত হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল ৩০ হাজার কোটি ডলার। অর্থাৎ, তুলনামূলক স্বল্প সময়ে এর মূল্য ২০ হাজার কোটি ডলার বেড়েছে। এ থেকে স্পষ্ট যে, ব্যবহারকারী ও আয়ের দিক দিয়ে ওপেনএআই দ্রুত এগিয়ে যাচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে চলতি বছরের অগাস্টে এই শেয়ার বিক্রির তথ্য প্রকাশিত হয়। ওই চুক্তির অংশ হিসেবে ওপেনএআইয়ের কর্মীরা শেয়ার বিক্রি করেছেন একটি বিনিয়োগকারী কনসোর্টিয়ামের কাছে। এর মধ্যে রয়েছে থ্রাইভ ক্যাপিটাল, সফটব্যাংক, ড্র্যাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ, আবুধাবির এমজিএক্স এবং টি রো প্রাইস। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, ওপেনএআই সেকেন্ডারি মার্কেটে এক হাজার কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার বিক্রির অনুমতি দিয়েছিল। রাজস্ব আয়েও চমক দেখিয়েছে ওপেনএআই। চলতি...