বাংলাদেশের তরুণ স্পিনার স্বর্ণা আক্তারের একটি সাধারণ ডেলিভারি কীভাবে বিরল এক ঘটনার জন্ম দিল, তা দেখা গেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বৃহস্পতিবার। পাকিস্তানের নাশরা সান্ধু বল ছেড়ে দিলেও অজান্তে ওপরে উঠিয়ে ফেলেন ব্যাট। ব্যাট লেগে ভেঙে যায় নিজের স্টাম্প—ফলে ‘হিট উইকেট’ হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। নারী বিশ্বকাপের দীর্ঘ ৫২ বছরের ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বার হিট উইকেটের ঘটনা। প্রথমবার হয়েছিল ১৯৭৩ সালের প্রথম আসরে, যেখানে আন্তর্জাতিক একাদশের লিনেট স্মিথকে হিট উইকেট করেছিলেন ত্রিনিদাদের বোলার নোরা সেইন্ট রোজ। প্রায় পাঁচ দশক পরে আবার সেই বিরল দৃশ্যের সাক্ষী হলো বিশ্বকাপ, এবার বোলার স্বর্ণা ও ব্যাটার নাশরা। নাশরা সান্ধু শুধু পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবেই নয়, বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে হিট উইকেট হলেন। বাংলাদেশের বিপক্ষে এমন...