ছয়জন বোলার ব্যবহার করেছিলেন নিগার সুলতানা জ্যোতি। হতাশ করেননি কেউই। স্বর্না-নাহিদাদের দিনে পাকিস্তানও বেশিদূর যেতে পারেনি। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১৩০ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই জোড়া ধাক্কা দেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার। ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে গোল্ডেন ডাকে (১ বলে ০) সাজঘরে ফেরান। শুরুতেই এমন ধাক্কায় ধীর হয়ে যায় পাকিস্তানের রান তোলার গতি। প্রথম পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারালেও ১০ ওভারে আসে ৪১ রান। শুরুর ধাক্কা কাটিয়ে এরপর যখন রানের চাকা সচল করার তাগিদ তখনই বাধা হয়ে দাঁড়ান নাহিদা আক্তার। তিন রানের ব্যবধানে তিনি ফিরিয়ে দেন মুনিবা আলী (১৭) ও রামিন শারমিনকে (২৩)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে...