ভারতের ডিজিটাল ইকোসিস্টেম গত কয়েক বছরে দ্রুত পরিবর্তিত হয়েছে। নতুন প্রজন্মের বড় অংশ আজ ইউটিউবকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে নয়, আয়ের উৎস হিসেবেও ব্যবহার করছে। গেমিং, টেকনোলজি, মিউজিক, ভ্লগিং কিংবা শিক্ষামূলক কনটেন্ট; সব ক্ষেত্রেই ভারতীয় নির্মাতারা আন্তর্জাতিক স্তরে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। এই সাফল্যের পিছনে রয়েছে ইউটিউবের বিশাল দর্শকসংখ্যা এবং বিজ্ঞাপন থেকে আয়ের শেয়ারিং মডেল। বিশেষজ্ঞদের মতে, গুগলের এই বিশাল অঙ্কের অর্থপ্রদান ভারতীয় ক্রিয়েটর ইকোনমিকে আরও শক্তিশালী করবে। অনলাইন কনটেন্ট তৈরি ও আপলোড করার ক্ষেত্রে যে উৎসাহ তৈরি হয়েছে, তা আগামী দিনে আরও অনেক নতুন প্রতিভাকে এই প্ল্যাটফর্মে টেনে আনবে। একই সঙ্গে, বিজ্ঞাপনদাতাদের জন্যও ভারতীয় ইউটিউব মার্কেট একটি লাভজনক ক্ষেত্র হয়ে উঠবে। তবে শুধু অর্থ উপার্জন নয়,...