বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছে। এখন তারা ৫ আগস্টের পর মুক্ত হয়ে যার যার দলে ফিরে গেছে। তারা কখনো কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি। যখন তাদের বড় বড় নেতাদের ফাঁসি কার্যকর হয়েছে, তখনও তারা ঘরে বসে থেকেছে, কেবলমাত্র হরতাল দিয়েই নিজেদের দায়িত্ব শেষ করেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের রেলগেট ট্রাক টার্মিনালে শহর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর বিএনপির ১, ১০ থেকে ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। ইকবাল হাসান মাহমুদ টুকু তার বক্তব্যে আরও বলেন, শ্রমিকদের কষ্টার্জিত অর্থ আওয়ামী লীগ সরকারের...