বিএনপি সব সময় সাংবাদিকদের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় বিশ্বাসী বলে মন্তব্য করেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। তিনি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাংবাদিক সমাজের ভূমিকা অপরিসীম। আজ দুপুরে ফরিদপুরের সদরপুর কাঠপট্টিতে অবস্থিত বিএনপি'র কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় সদরপুর প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাংবাদিক সমাজের ভূমিকা অপরিসীম। সত্য সংবাদ পরিবেশন করে সাংবাদিকরা জাতির সামনে বাস্তব চিত্র তুলে ধরেন। বিএনপি সব সময় সাংবাদিকদের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় বিশ্বাসী।” তিনি আরও বলেন, “সদরপুরে সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও নিরলসভাবে কাজ করছেন। তাদের সাহসী ভূমিকার কারণে গণমানুষের দুঃখ-দুর্দশা ও সমস্যা...