ভারতের রাজস্থানে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে সরবরাহ করা কাশির সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু ও অন্তত ১০ শিশুর অসুস্থতার খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও বিতর্ক সৃষ্টি হয় যখন এক চিকিৎসক নিরাপদ প্রমাণ করতে নিজেই ওষুধটি সেবন করে অচেতন হয়ে পড়েন ও আট ঘণ্টা পর গাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, কেসন ফার্মা নামের একটি কোম্পানি রাজ্য সরকারের জন্য যে জেনেরিক কাশির সিরাপ তৈরি করেছিল, তাতেই এই দুর্ঘটনা ঘটে। সিরাপে ডেক্সট্রোমেথরফান হাইড্রোব্রোমাইড নামক যৌগ রয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সিকার জেলার ৫ বছরের শিশু নিতীশ সর্দি-কাশিতে আক্রান্ত হলে তাকে চিরানা কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক কাশির সিরাপ প্রেসক্রাইব করেন। রাত সাড়ে ১১টার দিকে তার মা ওষুধটি খাওয়ানোর পর রাত ৩টার দিকে শিশুটি ঘুম থেকে জেগে...