নাটোরের নলডাঙ্গায় কৃষকের জমিতে ব্যবহার করা জালে আটকে পড়া একটি বাগডাশ বা গন্ধগোকুল প্রাণী উদ্ধার করেছে পরিবেশকর্মী ও স্থানীয়রা। পরে প্রাণীটিকে হালতি বিলের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিপরুল আখ সেন্টার এলাকার একটি ধানখেত থেকে প্রাণিটিকে উদ্ধার করা হয়। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, ‘কৃষক গাহারুল প্রামানিকের জমিতে দেওয়া জালে আটকা পড়ে এই গন্ধগোকুল প্রাণীটি। পরে স্থানীয়দের সহযোগিতায় জালসহ প্রাণীটিকে বাজারে নিয়ে আসা হয় ও পরিবেশকর্মীদের খবর দেওয়া হয়।’ ফজলে রাব্বী আরও বলেন, ‘পরিবেশবাদী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুল প্রাণীটিকে উদ্ধার করে বন্যপ্রাণীর ইতিবাচক দিক নিয়ে আলোচনা করে বিলের প্রাকৃতিক পরিবেশে...