০২ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ বুধবার সন্ধ্যায় নিম্নচাপের পরিণত হওয়ার পরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ইতোমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে বরিশাল সহ সমগ্র দক্ষিণ উপকূল জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জনজীবন অনেকটাই ছন্দপতন ঘটছে। এমনকি মঙ্গলবার বরিশালে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ৬ ডিগ্রি ওপরে ৩৭ ডিগ্রিতে উঠে গেলেও দুদিনের হালকা থেকে মারী বর্ষণে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তা ১১ ডিগ্রি সেলসিয়াস নিচে ২৬ ডিগ্রিতে নেমে যায়। যা ছিল স্বাভাবিকের ৬ ডিগ্রি কম। নতুনভাবে গভীর নিম্নচাপের খবরে পুরো দক্ষিণাঞ্চল জুড়ে কৃষিযোদ্ধাদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। এবার প্রায় ২৪ লাখ টন চাল ঘরে তোলার লক্ষ্যে প্রধান দানদার খাদ্য ফসল আমনের রোপণ মাত্র এক সপ্তাহ আগেই সম্পন্ন হয়েছে। এদিকে দুর্গাপুজা ও...