যশোরের চৌগাছার কুলিয়া বাওড় থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কুলিয়া বাওড় থেকে ভাসমান অবস্থায় ওই কঙ্কাল পাওয়া যায়। স্থানীয়রা জানান,পানিতে কচুরিপানার নিচে কঙ্কাল ভাসতে দেখে গ্রামবাসীপুলিশকে খবর দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা কঙ্কালটি আব্দুর রাজ্জাক(৪৫) নামে এক কৃষককে বলে শনাক্ত করেন। তবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। প্রায় ১০ মাস আগ থেকে নিখোঁজ ছিলে তিনি। অপর একটি সুত্র জানান, আব্দুর রাজ্জাক ডিসেম্বর ২০২৪ সালের দিকে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন বলে ধারণা করা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। Your email address will not be published.Required fields are...