রাশিয়া থেকে যেসব দেশ অপরিশোধিত তেল আমদানি করে তাদের ওপর চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের প্রধান শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। ভার্চুয়াল বৈঠকের পর এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীরা এ বিষয়ে একমত হয়েছেন। জি-৭ অর্থমন্ত্রীদের দেওয়ায় বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার তেল রপ্তানির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের সময় এসেছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান রাশিয়ার যুদ্ধ তহবিল বাড়াচ্ছে এবং নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে সাহায্য করছে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। জি-৭ আরও জানিয়েছে, রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো যেমন জ্বালানি, অর্থনীতি, সামরিক শিল্প, বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান যুদ্ধ থেকে...