ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ছবি: আলজাজিরা ত্রাণ পৌঁছে গাজার অবরোধ ভাঙার শপথ নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উপকূলে যাওয়া সুমুদ ফ্লোটিলার একটি ছাড়া সব নৌযান জব্দ করেছে ইসরায়েল। ইসরায়েলি মন্ত্রণালয় জানিয়েছে, ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’ ইসরায়েলি মন্ত্রণালয় দাবি করেছে, ‘আর একটি জাহাজ রয়েছে। সেই জাহাজ যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে সেটিকেও জব্দ করা হবে।’ খবর আলজাজিরার।আরো পড়ুন:ফ্লোটিলা থেকে শহিদুল আলম, ‘সামনে কী, বোঝার চেষ্টা করছি’সুমুদ ফ্লোটিলার ‘মাত্র চারটি নৌকা’ এখন গাজার পথে ফ্লোটিলা থেকে শহিদুল আলম, ‘সামনে কী, বোঝার চেষ্টা করছি’ ইসরায়েলি মন্ত্রণালয় আরো জানায়, ‘সব যাত্রী নিরাপদে ও সুস্থ আছেন। তাদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে...