অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণ ও মানবাধিকার কর্মীদের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র আটক যাত্রীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘হামাস-সুমুদ জাহাজের যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে আসা হচ্ছে। তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন।’ পররাষ্ট্র মন্ত্রণালয় থুনবার্গ ও অন্যান্য কর্মীদের ছবিও প্রকাশ করেছে। কর্মীদের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার ফুটেজ প্রকাশ করে ইসরায়েল জানায়, ২২ বছর বয়সী থুনবার্গ ও তার সঙ্গীরা নিরাপদ ও সুস্থ আছেন এবং তাদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে আসা হচ্ছে। প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এতে...