ঢাকা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আরোপিত নৌ অবরোধ ভাঙা এবং সেখানকার ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজে করে রওনা হয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী। কিন্তু গাজায় পৌঁছানোর আগেই তাদের পথরোধ করে দখলদার ইসরায়েলি নৌবাহিনী।বুধবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলের নৌ কমান্ডোরা একে একে এসব জাহাজ আটক করতে শুরু করে।বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই যাত্রা গাজার উপকূলে পৌঁছানোর আগেই শেষ হয়ে গেছে। তারা দাবি করে, ফ্লোটিলাটিকে “হামাস-ফ্লোটিলা” হিসেবে আখ্যায়িত করা হয় এবং এটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা নৌ অবরোধ ভাঙতে ব্যর্থ হয়েছে।ইসরায়েলি মন্ত্রণালয় আরও জানায়, জাহাজে থাকা সবাই নিরাপদে ও সুস্থ আছেন। তাদের ইসরায়েলে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে ইউরোপে ফেরত পাঠানো হবে। তারা দাবি করে, অভিযান চলাকালে...