সিলেট:আগামী ৩ মাসের মধ্যে সিলেটের ক্যানসার হাসপাতালের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ ক্যানসার হাসপাতাল চালু হবে।যাতে করে সিলেটের ক্যানসার আক্রান্ত রোগীদের ঢাকা কিংবা দেশের বাইরে যেতে না হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মিতব্য ক্যানসার ইউনিটের কাঠামোগত উন্নয়ন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে এসেছেন। তাদের মূল লক্ষ্য ছিল দুটি গুরুত্বপূর্ণ বিষয় পরিদর্শন করা। ক্যানসার হাসপাতালের নির্মাণ কাজ চলমান রয়েছে। তারা দেখতে এসেছেন কাজ কতদূর অগ্রসর হয়েছে এবং সম্পূর্ণ হতে আর কত সময় লাগবে। জেলা প্রশাসক বলেন, জটিলতা কাটিয়ে ‘আগামী এক-দুই মাসের মধ্যে জেলা হাসপাতালের কার্যক্রম চালু...