০২ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম খাগড়াছড়ি সদর ও গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ করে সহিংসতা, নিরাপত্তা বাহিনীর উপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার ঘটনায় প্রায় এক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডের শিকার ও ক্ষতিগ্রস্তরা মামলার বাদী না হওয়ায় বাধ্য হয়ে পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহারের চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি। তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর সদরে ১৪৪ ধারা ভঙ্গ করে সরকারি কাজে বাধা প্রদান করে সহিংসতার ঘটনায় অজ্ঞাতনামা আনুমানিক ৭০০/৮০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলা নং-১, তারিখ ০১/১০/২০২৫ খ্রি. অপরদিকে গত ২৯ সেপ্টেম্বর জেলার গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ...