০২ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচদিনব্যাপী পূজা-অর্চনা ও ভক্তিমূলক আয়োজন শেষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো দুর্গোৎসব। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজস্থলীর বিভিন্ন মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। সকাল থেকে পূজামণ্ডপগুলোতে ভক্ত-শুভানুধ্যায়ীদের ভিড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, আর উলুধ্বনিতে ভক্তরা মা দুর্গাকে বিদায় জানান। বিসর্জন উপলক্ষে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। উপজেলার বাঙ্গালহালিয়া, ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে আনন্দ-উল্লাস ভাগ করে নেন এবং ধর্মীয় সম্প্রীতির সুন্দর বন্ধন ফুটে ওঠে। স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী ও সাধারণ সম্পাদক কনক সাহ জানান, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ...