বেঞ্চে শক্তি বাড়ায় চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে আরও দূরে যাওয়ার সামর্থ্য আর্সেনালের মাঝে দেখছেন দলটির কোচ মিকেল আর্তেতা। শুরুর একাদশে ছয়টি পরিবর্তন এনে অলিম্পিয়াকোসের বিপক্ষে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। ইউরোপ সেরার মঞ্চে গতবার সেমি-ফাইনালে উঠেছিল আর্সেনাল। ফাইনালে যাওয়ার লড়াইয়ে দলটি হেরেছিল শেষ পর্যন্ত শিরোপা জেতা পিএসজির কাছে। ব্যস্ত সূচির মাঝে চোট শঙ্কা এড়াতে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া জরুরি। বুধবার রাতে সেটি করতে পেরেছেন আর্তেতা। ডেকলান রাইস, এবেরেচি এজে ও বুকায়ো সাকার মতো খেলোয়াড়দের শুরুর একাদশে না রেখেও গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। ঘরের মাঠে দ্বাদশ মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় আর্সেনাল। বদলি নেমে যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড সাকা। জয়ের পর বেঞ্চের গভীরতা বাড়ার প্রসঙ্গে বলতে গিয়ে গত আসরের সঙ্গে তুলনা টানলেন আর্তেতা।...