রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন নানা সমস্যায় ভুগলেও সম্প্রতি তাদের মাঝে নতুন করে আশার আলো জেগেছে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ শিক্ষার্থীদের মনে উচ্চশিক্ষার নতুন দিগন্তের স্বপ্ন দেখাচ্ছে। শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কালীন সময়ে প্রশাসনিক জটিলতার কারণে পড়াশোনায় পিছিয়ে পড়তে হতো। তবে নতুন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সেশনজট নিরসন, নিয়মিত পরীক্ষা ও আধুনিক শিক্ষাব্যবস্থার সুযোগ তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের মাধ্যমে মানসম্মত শিক্ষা, আধুনিক পাঠক্রম, গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা সুবিধা পাওয়া সম্ভব হবে। গত ২৪ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয় সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ...