এরই মধ্যে সামনে এসেছে, এ দম্পতির বিবাহপূর্ব আর্থিক চুক্তি। এই চুক্তিতে চমকপ্রদ একটি ধারা রয়েছে, যার ফলে গায়ক স্বামী কেইথ আরবানকে মোটা অঙ্কের অর্থ অভিনেত্রী নিকোলের দিতে হতে পারে!আরো পড়ুন:ভেঙে গেল নিকোল কিডম্যানের ১৯ বছরের সংসারপ্রেমিককে বিয়ে করলেন সেলেনা গোমেজ প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তিতে ‘সোব্রাইটি ক্লজ’ রয়েছে; যাকে ‘কোকেইন ক্লজ’ বলা হয়। এই ক্লজ অনুযায়ী, কেইথ আরবান যদি সম্পূর্ণভাবে মাদকমুক্ত থাকেন তবে প্রতি বছর ৬ লাখ মার্কিন ডলার পাবেন তিনি। তাদের ১৯ বছরের বিবাহিত জীবনের হিসাবে, আরবান এই ধারার অধীনে প্রায় ১১.৪ মিলিয়ন মার্কিন ডলার পেতে পারেন। জানা গেছে, ২০০৬ সালে পুনর্বাসন কেন্দ্রে যাওয়ার পর থেকে মাদকমুক্ত রয়েছেন কেইথ আরবান। আরবান মাদকাসক্তির বিরুদ্ধে নিজের সংগ্রাম নিয়ে অনেকবার প্রকাশ্যে কথা বলেছেন। ২০২৪ সালের এপ্রিলে, ৪৯তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গালায়...