গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌকায় ইসরায়েলি নৌবাহিনীর হস্তক্ষেপের পর উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে আটকদের ইসরায়েলের বন্দরে নেওয়া হয়েছে। এই মুহূর্তে মাত্র একটি নৌকা গাজার দিকে ত্রাণ নিয়ে যাচ্ছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। সবার নজর যখন ফ্লোটিলায়, সেই সময় কেমন আছে গাজা? মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকার বৃহত্তম শহর গাজা সিটি দখলের প্রচেষ্টা জোরদার করেছে। সেখানকার পরিস্থিতির মারাত্মক অবনতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গতকাল বুধবার এক বার্তায় ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যাওয়ার জন্য ‘শেষ সুযোগ’ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েল কাটজ লিখেছেন, ‘যারা গাজায় থেকে যাবে, তাদের সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদের সমর্থক বলে গণ্য করা হবে।’ কাটজের এই মন্তব্যকে হামাস ‘ঔদ্ধত্যের স্পষ্ট প্রকাশ’ বলে আখ্যা দিয়েছে। এর আগে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা...