০২ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম ব্যাট হাতে ঝড় তুললেন সাব্বির হোসেন। আবারও টর্নেডো ইনিংস খেললেন হাবিবুর রহমান সোহান। দুজনের বিস্ফোরক ব্যাটিংয়ে জাতীয় লিগ টি-টোয়েন্টি মৌসুমে প্রথম দেখল ২০০ রান। তবে এর পরের গল্পটা বিরূপ প্রকৃতির। বৃষ্টিতে ভেসে গেছে দিনের দুটি ম্যাচই। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বৃহস্পতিবার সিলেট বিভাগের বোলিারদের তুলোধুনা করে রাজশাহীর স্কোর যখন ৪ উইকেটে ঠিক ২০০, এরপর হানা দেয় বৃষ্টি। অপেক্ষা করেও আর ম্যাচ শুরু করা যায়নি। জাতীয় লিগ টি-টোয়েন্টির ১৭তম ম্যাচে এসে দেখা মিলল প্রথম দুইশ রানের দলীয় স্কোর। সপ্তাহখানেক আগে ৪৫ বলে ৯৪ রানের ইনিংস খেলা হাবিবুর রহমান সোহান এবার করেন পাঁচটি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৬৭। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্বের পাশাপাশি...