ছুটির দিনেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটে কড়া পুলিশি পাহারা। কারণটা অনুমান করতে কষ্ট হয়নি কারও। দুপুরের মধ্যেই বিসিবির নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করা ক্লাবগুলোর কর্মকর্তাদের কাছে খবর পৌঁছে যায়, ছুটতে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দিকে। কেউ বললেন প্রতিবাদ সমাবেশ, কেউ বললেন মনে হয় অন্য কিছু। এর মধ্যেই বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে ‘চা খেতে’ আসেন গতকাল বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে মনোনোয়ন প্রত্যাহার করে নেওয়া দুই প্রার্থী রফিকুল ইসলাম ও মির্জা ইয়াসির আব্বাস। প্রায় আধা ঘণ্টা অবস্থান করলেও প্রধান নির্বাহীর দেখা পাননি তাঁরা। সরকারি ছুটির দিনে সেটাই স্বাভাবিক অবশ্য। পরে সাংবাদিকদের মাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তিনটি দাবি জানান ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম। এ সময় রফিকুলের সঙ্গে ছিলেন মনোনয়ন প্রত্যাহার করা...