ত্রাণ পৌঁছে গাজার অবরোধ ভাঙার শপথ নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উপকূলে আসামাত্রই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একের পর এক নৌযান নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ট্র্যাকারের সবশেষ তথ্য অনুযায়ী, ৪৪টি নৌকার বহরের প্রায় সবই ইসরায়েল ‘কব্জা করেছে’ অথবা ‘কব্জা করেছে বলে ধারণা করা হচ্ছে’। ক্রমেই লাইভ ট্র্যাকিংয়ের চিহ্নগুলোর রং বদলে যাচ্ছে, কয়েকটি বাদে সব নৌকার অবস্থানকে লাল বৃত্তে চিহ্নিত চিহ্নিত করা হচ্ছে।আরো পড়ুন:ফ্লোটিলা থেকে শহিদুল আলম, ‘সামনে কী, বোঝার চেষ্টা করছি’ফ্লোটিলা থেকে শহিদুল আলমের বার্তা ফ্লোটিলা থেকে শহিদুল আলম, ‘সামনে কী, বোঝার চেষ্টা করছি’ সুমুদ ফ্লোটিলা ট্র্যাকার দেখাচ্ছে, মাত্র চারটি নৌযান রয়েছে, যেগুলো ইসরায়েল এখনো জব্দ করেনি এবং গাজার পথে অগ্রসর হচ্ছে বলে বিশ্বাস করা হচ্ছে। এগুলোর মধ্যে সুমারটাইম-জং ও শিরিন নামে নৌযান দুটি আইনি সহায়তাকারী নৌকা। ট্র্যাকারে দেখাচ্ছে,...