গাজায় অবৈধ অবরোধ ভাঙতে অর্ধশতাধিক নৌকা গাজার দিকে যাচ্ছে। যা ইঙ্গিত দিচ্ছে মুক্ত এক গাজার। তবে তা কতটা সফল হতে পারবে দখলদার ইজরায়েলদের কারণে তা সময়ের অপেক্ষা। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী ৩৯টি নৌকা আটক করেছে। এই যাত্রার নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যেটি গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা নামেও পরিচিত। এটি ২০২৫ সালের মাঝামাঝি গঠিত একটি আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ। এর লক্ষ্য ছিল ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া। ফ্লোটিলার নাম এসেছে সুমুদ শব্দ থেকে, যার অর্থ ‘অটলতা’ বা ‘অবিচল সহনশীলতা’। যা ফিলিস্তিনি জনজীবনের প্রতীকী শব্দ। সুমুদ ফ্লোটিলা হচ্ছে বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, স্বেচ্ছাসেবক ও সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জাহাজ বহর, যেটি গাজার মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য ইসরায়েলের আরোপিত নৌ অবরোধ চ্যালেঞ্জ করে সমুদ্রে যাত্রা করে। এর লক্ষ্য মূলত...