কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায ও এর আশপাশের জেলাগুলোতে বজ্রপাতসহ প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারের একাধিক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা বাতাস। এতে বিপাকে পড়তে পারেন পর্যটকরা। কমলা সতর্কতা জারি করা হয় যেসব অঞ্চলে সেগুলো হলো- কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ...