ইসরায়েলি নৌবাহিনী গাজা অভিমুখী ১৩টি নৌযান আটকের পর বাকি যে ৩০টি নৌযান গাজার উপকূলের উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছিল, সেগুলোর মধ্যে বর্তমানে মাত্র ৪টির তথ্য পাওয়া যাচ্ছে। বাকি ২৬টি নৌযান কী অবস্থায় আছে, সেগুলো যাত্রা অব্যাহত রেখেছে নাকি ইসরায়েলের নৌবাহিনীর হাতে আটক হয়েছে— সেসব তথ্য কোথাও পাওয়া যাচ্ছে না।গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ট্র্যাকার সিস্টেম ফ্লোটিলা ট্র্যাকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।এ অবস্থায় ত্রাণবাহী জাহাজগুলো নিয়ে আল্লাহর দরবারের বিশেষ প্রার্থনা জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ প্রার্থনা জানান তিনি।আজহারি বলেন, ‘প্রভু হে! একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাইবোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।’মেসেঞ্জারে পাঠানো সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?উল্লেখ্য, ৪০টিরও বেশি জাহাজে খাবার ও ওষুধ নিয়ে...