বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। ছিলেন না রদ্রিগোও। তবে, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ডাকা দলে ভিনিসিয়ুস এবং রদ্রিগোকেও ফিরিয়ে আনলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে তার দলে এবারও জায়গা হলো না নেইমারের। ইনজুরির কারণে নেই রাফিনহা, মার্কুইনহোসের মত বেশ কয়েকজন তারকাও। বুধবার রিও ডি জেনিরোতে সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রাজিল জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। আগামী ১০ ও ১৪ অক্টোবর যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৬ জন ফুটবলারকে দলে ডাকা হয়েছে, যার মধ্যে দুইজন ফুটবলার ব্রাজিলের ঘরোয়া ফুটবল থেকে সুযোগ পেয়েছেন। দলটি আগামী সোমবার (৬ অক্টোবর) সিউলে একত্রিত হবে, যেখানে অনুষ্ঠিত হবে...