মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস পৃথিবীর শীর্ষ ধনীদের একজন। কাজ থেকে অবসর নিলেও নিজের প্রতিষ্ঠা করা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে উদ্ভাবন ও গবেষণার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন দাতব্য কাজে শত শত কোটি মার্কিন ডলার দান করেছেন তিনি। এ ছাড়া তার আরেকটি পরিচয় আছে, তিনি ব্রেকথ্রু এনার্জির প্রতিষ্ঠাতা। বিল গেটস সম্প্রতি মাটির নিচে লুকিয়ে থাকা বিদ্যুতের উৎস নিয়ে একটি লেখা নিজের ব্লগ সাইট ‘গেটস নোটস’-এ প্রকাশ করেছেন। পাঠকদের জন্য লেখাটি সংক্ষেপে প্রকাশ করা হলো। আমার ছেলে ররি যখন ছোট ছিল, তখন আমরা একসঙ্গে বিদ্যুৎকেন্দ্র দেখতে খুব ভালোবাসতাম। আমাদের বাবা-ছেলের বেশ দারুণ শখ ছিল এটি। বিশাল বিশাল যন্ত্রপাতি দেখা আর তা কীভাবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, তা জানতে পেরে আমরা সব সময় খুব মজা পেতাম। স্মরণীয় ভ্রমণ হিসেবে...