মাইক্রোসফট তাদের সাবস্ক্রিপশন তালিকায় নতুন আরেকটি প্ল্যান যোগ করেছে। ‘মাইক্রোসফট ৩৬৫ প্রিমিয়াম’ নামে এই প্ল্যানের মাসিক খরচ হবে ২০ ডলার। এখানে পাওয়া যাবে কোম্পানির স্ট্যান্ডার্ড অফিস প্রোডাক্টিভিটি স্যুটের পাশাপাশি ওপেনএআইয়ের সর্বশেষ মডেলগুলোর অ্যাক্সেস এবং এআই ব্যবহারের বর্ধিত সুবিধা। মাইক্রোসফট এই প্ল্যানটিকে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্লাস থেকে বেশি মূল্যবান সাবস্ক্রিপশন হিসেবে দেখাচ্ছে। এর অন্যতম কারণ, এখানে শুধু এআই মডেল নয়, অফিস অ্যাপস ও এক টেরাবাইট ওয়ানড্রাইভ স্টোরেজও থাকছে যা মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশনের অংশ। এদিকে স্বস্তির খবর, মাইক্রোসফট এখনও তাদের জনপ্রিয় এমএস ৩৬৫ পার্সোনাল এবং এমএস ৩৬৫ ফ্যামিলি প্ল্যানের দাম বাড়াচ্ছে না। যদিও কোম্পানিটি সম্প্রতি ‘গেইমপাস আল্টিমেট’ সাবস্ক্রিপশনের দাম বাড়িয়ে মাসিক ৩০ ডলার করেছে, ফলে এটি নিয়ে গেইমারদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, নতুন এই প্ল্যান মাইক্রোসফটের অফারগুলোকে কিছুটা সহজ...