কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি হাজী জসিম উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। রোববার রাত ১১টার দিকে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার নিজ বাসায় হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে পরদিনই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়। হাজী জসিম উদ্দিন কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিএনপির...