ফেনীতে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে ফুলগাজী বাজারের আংশিক অংশ। বর্তমানে নদীর পানি কিছুটা কমলেও কাটেনি আতঙ্ক। প্রতিবছরের মতো এবারও একই ঘটনার পুনরাবৃত্তির জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দায়ী করছেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুর থেকে ফুলগাজী পুরাতন পশুর হাট-সংলগ্ন স্লুইস গেট দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আংশিক অংশ ও বেশকিছু দোকানপাটে পানি ঢুকে পড়ে। আজ সকাল থেকে পানি কিছুটা কমলেও বৃষ্টি অব্যাহত থাকায় ব্যবসায়ীদের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের উজানের পানিতে গতকাল থেকে নদীর পানি বাড়লেও এখন ধীরে ধীরে কমছে। বিপৎসীমার ১২ সেন্টিমিটারের মধ্যে দুপুর ২টার দিকে নদীর পানি ১০ দশমিক ২৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে। জহিরুল ইসলাম...