০২ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম সিলেটের গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেছেন, অপরাধ দমনে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের সহযোগিতা ছাড়া অপরাধ দমন কঠিন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গোয়াইনঘাট থানার ওসি কার্যালয়ে উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় ওসি তরিকুল ইসলাম আরও বলেন, বিশেষ করে মাদক নির্মূলে এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে তথ্যভিত্তিক সাংবাদিকতা বড় ভূমিকা রাখে। তথ্য সংগ্রহ বা সংবাদ প্রকাশের সময় কোনো সাংবাদিক হুমকির মুখে পড়লে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আহমদ। বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের...