০২ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ অবৈধভাবে সীমান্ত পার হতে চাওয়া ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহেশপুরের রাজাপুর গ্রামের সীমান্ত পিলার ৭২/১-এস সংলগ্ন আমবাগানে অভিযান চালিয়ে আসামীবিহীন ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন নায়েব সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেন। এছাড়া বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে জীবননগর সীমান্তের গোয়ালপাড়া গ্রামের ছাগল ফার্মের পাশ থেকে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার হাফিজুর রহমান। একই দিনে সন্ধ্যা ৬টার দিকে বাঘাডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের...