সবশেষ চার ম্যাচে জয় মাত্র একটি, এতেই পরিষ্কার মাঠের ফুটবলে জার্মানদের নাজুক অবস্থা। হতাশাময় এই পথচলা থেকে চটজলদি ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। সরাসরি আগামী বিশ্বকাপের টিকেট কাটতে, বাছাইয়ে আসছে দুই ম্যাচে যেকোনো মূল্যে জিততে চান দলটির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান। আগামী ১০ অক্টোবর বাছাইয়ে পরের ম্যাচের লুক্সেমবার্গের মুখোমুখি হবে জার্মানি। এর তিন দিন পর তারা খেলবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন নাগেলসমান। গত মাসে প্রথম দেখায় এই নর্দান আয়ারল্যান্ডকেই ৩-১ গোলে হারিয়ে তিন ম্যাচের হারের পর জয়ের পথে ফেরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাইয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে আছে জার্মানি। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নর্দান আয়ারল্যান্ড। আর দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্লোভাকিয়া। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে প্রতিটি...