রাঙামাটির নানিয়ারচর উজেলায় চেঙ্গী নদীতে প্রবল বাতাস ও ঝড়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুইদিন পর কলেজছাত্র ডেনিজেন চাকমার (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরেক কলেজছাত্র জিতেশ দেওয়ান (১৮) এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেলে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, নানিয়ারচর উপজেলায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শনখোলাপাড়া থেকে ছয়জন পাহাড়ি কলেজছাত্র শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান উপভোগ করতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে আসেন। পূজা শেষে ওইদিন রাতে তারা নৌকায় করে চেঙ্গী নদী (কাপ্তাই হ্রদ) পার হয়ে শনখোলাপাড়ায় ফেরার পথে মহাজনপাড়া এলাকায় তীব্র বাতাস ও ঝড়ের কবলে পড়ে...