ইউরোপের বিভিন্ন দেশে ক্রমেই কঠিন থেকে কঠিনতর হচ্ছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশসহ ছয়টি দেশকে নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত করে। এর মানে, এই দেশগুলোর নাগরিকেরা ইউরোপে আশ্রয় দাবি করলে তাদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে। যার ফলে অধিকাংশ ক্ষেত্রে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হচ্ছে। এতে করে বাংলাদেশিদের জন্য আশ্রয় প্রক্রিয়া আগের চেয়ে কঠিন হয়ে যাচ্ছে।আশ্রয় দাবির জটিলতায় বাংলাদেশিরা কেন? ইইউর প্রস্তাবিত নিরাপদ দেশের তালিকার লক্ষ্য হলো, নিরাপদ দেশগুলোর নাগরিকদের আবেদন দ্রুত নিষ্পত্তি করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো। কিন্তু শুধু কি নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির কারণেই বাংলাদেশের নাগরিকদের আশ্রয়ের আবেদন বাতিল বা প্রত্যাখাত হচ্ছে। না কি আরও অনেক কারণ রয়েছে। এমন প্রশ্ন উঠেছে ইউরোপের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এ বিষয়ে ফ্রান্স প্রবাসী সিনিয়র সাংবাদিক ও...