উত্তরপশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে তারা উত্তর ম্যানচেস্টারের ক্রাম্পসলে হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগে লোকজনের ওপর গাড়ি তুলে দেওয়া ও একজনের ছুরিকাহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে সন্দেহভাজন একজনকে লক্ষ্য করে পুলিশ কর্মকর্তারা গুলিও ছুড়েছে বলে জানিয়েছে বিবিসি। গুলিতে সন্দেহভাজন ওই হামলাকারী নিহত হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে বোমাসদৃশ উপাদান থাকতে পারে এমন আশঙ্কায় ওই গুলিবিদ্ধ দেহের কাছে এখনও যাননি পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে বোমা নিস্ক্রিয়কারী ইউনিট পৌঁছেছে। সিনাগগ ও এর আশপাশেল এলাকায় বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি দেখতে পেয়েছেন রয়টার্সের এক আলোকচিত্রী। হামলায় অন্তত তিনজন আহত হয়েছে বলেও জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি)। “ঘটনার সময় উপাসনালয়টিতে...