০২ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম গত মাসে দোহায় ইসরাইলের নজিরবিহীন হামলা এবং বেসামরিক নাগরিক নিহতের পর কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার জারি করা আদেশে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, কাতারের ভূখণ্ডে যদি আবারও কোনো হামলা হয় তবে যুক্তরাষ্ট্র সেটিকে নিজের ওপর হামলা হিসেবে গণ্য করবে এবং উপযুক্ত জবাব দেবে। নির্বাহী আদেশে বলা হয়েছে, কাতার রাষ্ট্রের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কাতারের স্বার্থ রক্ষা এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিকসহ সব ধরনের আইনগত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। গত ৯ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারের...