বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাশে (স্বামীগৃহে) ফিরে যাচ্ছেন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। ভক্তরা পথে পথে নেচে-গেয়ে বিদায় জানাচ্ছেন মহিষাসুরমর্দিনীকে। ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে পাঁচ দিনের যে দুর্গোৎসব শুরু হয়েছিল, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হচ্ছে বৃহস্পতিবার। সে কারণে বিজয়া দশমীর দিনটি ভক্তদের কাছে একদিকে যেমন উৎসবের, অপরদিকে বেদনার। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশীর মোড় এলাকায় জড়ো হতে থাকে নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূজা কমিটির ট্রাক, তাতে করে নিয়ে আসা হয় দেবীর প্রতিমা। শঙ্খনাদ-উলুধ্বনি, খোল-করতাল-ঢাকের বাদ্য, আর সধবাদের সিঁদুর খেলার আচারে দেবীদুর্গাকে অশ্রুভেজা ভালোবাসায় বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা। বিকাল পৌনে ৪টায় শোভাযাত্রাটি পলাশীর মোড় থেকে রওনা করলে পথের দুই দিকে দাঁড়িয়ে থাকা হাজারো ভক্ত উলুধ্বনিতে বিদায় জানান। কেউ কেউ স্লোগান দেন– 'বলো দুগগা কি...