জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য আবেদন করলেও তাদের পছন্দ করা শাপলা প্রতীক অনুমোদন দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। এর পরিবর্তে ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিতে দলটিকে চিঠি দিয়েছে সংস্থাটি। ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে। সেখানে বলা হয়েছে— নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮–এর তালিকায় শাপলা প্রতীক নেই। তাই এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নিবন্ধিত কোনো দলের সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক সংরক্ষিত থাকবে। তবে দল চাইলে ভবিষ্যতে তালিকাভুক্ত অন্য কোনো প্রতীকে পরিবর্তনের সুযোগ রয়েছে। এনসিপিকে ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে একটি প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসি। প্রতীকগুলোর তালিকায় রয়েছে— আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল,...